ফাউন্ডেশন সম্পর্কে
এইচ নূর ফাউন্ডেশন একটি অলাভজনক দাতব্য সংস্থা। ২০১০ সাল থেকে কাজ শুরু করলেও ২০১৯ সালে পরিপূর্ণভাবে ফাউন্ডেশন হিসেবে আত্মপ্রকাশ করে। গ্রামাঞ্চলে সামাজিক উন্নয়নের জন্য বিস্তৃত পরিসরে কাজ করে যাচ্ছে সংস্থাটি। শিক্ষা বিস্তার, ইসলামী আদর্শের প্রসার, মূল্যবোধ গঠন, দারিদ্র্য বিমোচন, অসহায় ও দুস্থ মানুষকে আর্থিক সাহায্য করা, সুবিধাবঞ্চিত মেধাবী মানুষের পাশে দাঁড়ানো, আশ্রায়ণ, স্বাবলম্বীকরণ প্রচেষ্টা, চিকিৎসা সহায়তা প্রদান ইত্যাদি বিভিন্ন কার্যক্রমে জড়িত আছে এইচ নূর ফাউন্ডেশন। আদর্শিক, উন্নত ও দরিদ্রতামুক্ত সমাজ বিনির্মাণ করার জন্য সংগঠনটি সবসময়ই বদ্ধপরিকর।
শুরুর গল্প
২০১৯ সাল। জানুয়ারির ৩১ তারিখ। মারা যান সিরাজদিখান উপজেলার গণ্যমান্য একজন ব্যক্তি হাজী নূর মোহাম্মদ, যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। দেশমাতৃকার টানে করেছেন যুদ্ধ। তার মৃত্যুর পরবর্তী সময়েই জেষ্ঠ্যপুত্র এ এন এম হুমায়ূন কবির সাগরের হাতে গড়ে ওঠে এইচ নূর ফাউন্ডেশন। এটি প্রতিষ্ঠার পেছনে ছোট একটি ইচ্ছে জড়িত আছে। এ ব্যাপারে সংগঠনটির সভাপতি এ এন এম হুমায়ূন কবির সাগর বলেন- ‘আমি আমার বাবাকে খুব ভালোবাসি। এই ভালোবাসার বন্ধন কখনোই শেষ হওয়ার নয়। বাবার মৃত্যুতে আমরা সব ভাইবোন প্রচন্ড কষ্ট পেয়েছি। আমি চিন্তা করছিলাম বাবার পক্ষে সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো, যাতে মৃত্যুর পরও তার সওয়াবের দরজা বন্ধ না হয়ে যায়। আমার বাবা যথেষ্ট ভালো মানুষ ছিলেন। তবুও মৃত্যুর মধ্য দিয়েই তার আমলের যেন সমাপ্তি না ঘটে, সেজন্য তার উত্তরাধিকারী হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় এইচ নূর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি আমি। এটি একটি অলাভজনক, অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা বিস্তার, ইসলাম প্রচার, দারিদ্র্য বিমোচন, চিকিৎসা নিশ্চিতকরণ, আশ্রয়ণ প্রকল্পসহ নানাবিধ কাজ চলমান রয়েছে। ফলে বহু মানুষ উপকৃত হয়েছে। সামনের দিনগুলোতে এসব কার্যক্রম চলতে থাকবে। সমাজ উন্নয়নে আমরা নিজেদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ। কেননা আল্লাহর সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য।’
মিশন
আল্লাহর সন্তুষ্টিই আমাদের লক্ষ্য।
ভিশন
আদর্শিক, উন্নত, দারিদ্র্যমুক্ত, সুন্দর সমাজ নির্মাণে ভূমিকা পালন করাই এইচ নূর ফাউন্ডেশনের স্বপ্ন। এ লক্ষ্যে আমরা বিভিন্ন সেক্টরে কাজ করছি। সমাজের বিবিধ স্তরে আমাদের কাজ চলমান রয়েছে। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা জারী রেখেছি, আগামীতেও রাখবো।
মূল্যবোধ
এইচ নূর ফাউন্ডেশন ইসলামী আদর্শ ও মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী মূল্যবোধকে আঁকড়ে ধরেই কাজ করে যাবো আমরা।